দিল্লি এবং আশপাশের এলাকায় গত শনিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত বজ্রপাতসহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে গেছে। এতে রাস্তাঘাট জলমগ্ন হয়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। পাশাপাশি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বিমান চলাচল।
দিল্লি ক্যান্টনমেন্টের মতিবাগ, মিন্টো রোড এবং দীনদয়াল উপাধ্যায় মার্গে তীব্র জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। রাত ১১টা ৩০ থেকে ভোর ৫টা ৩০ পর্যন্ত ৮২ কিলোমিটার বেগে বাতাস বয়েছে এবং ৮১.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একটানা বৃষ্টি এবং বাতাসের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত শতাধিক বিমানের ওঠানামা ব্যাহত হয়েছে। উত্তরাখণ্ড এবং হরিয়ানার কিছু অংশেও সারা রাত ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারত আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, রাত ২টা নাগাদ সফদরজং (বিমানবন্দর) এলাকায় ঘণ্টায় ৮২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়, প্রগতি ময়দানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৬ কিলোমিটার, পালাম বিমানবন্দর এলাকায় ছিল ঘণ্টায় ৭২ কিলোমিটার। সর্বশেষ রেকর্ড করা তথ্যানুযায়ী, সফদরজং এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৮১ মিলিমিটার, পুসা এলাকায় ৭১ মিলিমিটার এবং পালামে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়।