আইপিএলে প্লে-অফ নিশ্চিত করার পর থেকেই ছন্দপতনের শিকার গুজরাট টাইটান্স। এক সময় যাদের ধারাবাহিক পারফরম্যান্সে তারা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল, তারাই এখন পরপর দুই ম্যাচে হেরে সমস্যায় পড়েছে।
সবশেষ ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের কাছে ৮৩ রানে বড় ব্যবধানে হারে গুজরাট। এর আগে তারা লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৩ রানে হেরেছিল। ফলে, পরপর দুটি ম্যাচে পরাজয়ের মুখ দেখে তারা।
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩০ রানের বিশাল স্কোর গড়ে চেন্নাই। আয়ুষ করেন ৩৪, ডেভন কনওয়ে ৫২, উরভিল প্যাটেল ৩৭ ও ডেওয়াল্ড ব্রেভিস করেন ৫৭ রান।
গুজরাটের বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ নেন দুটি উইকেট, আর একটি করে উইকেট পান সাই কিশোর, রশিদ খান ও শাহরুখ খান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে গুজরাট টাইটান্স। ওপেনার শুবমান গিল ফেরেন মাত্র ১৩ রানে। সাই সুদর্শন কিছুটা লড়াই করলেও ৪১ রানের বেশি করতে পারেননি। এরপর দলের ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে ফেলেন এবং ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রানে গুটিয়ে যায় গুজরাট।
চেন্নাইয়ের বোলারদের মধ্যে অনশুল কম্বোজ ও নূর আহমেদ নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা এবং একটি করে উইকেট পান খলিল আহমেদ ও মথিশা পাথিরানা।
এই হারের পরেও পয়েন্ট তালিকায় গুজরাট এখনো শীর্ষে রয়েছে। তবে আগামী ম্যাচগুলোতে পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা আরসিবি জয় পেলে তারা গুজরাটকে টপকে যেতে পারে। ফলে, টেবিল টপার হয়েও চাপের মুখে রয়েছে গুজরাট টাইটান্স।
বিডি প্রতিদিন/মুসা