মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন খুব সাধারণ একটি বিষয়। বলিউডের অনেক তারকার মতোই এই পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও কটাক্ষ।
সন্তান জন্মের পর বিপাশার ওজন কিছুটা বাড়লেও, অনুরাগীরা জানান তিনি সেই ওজন ঝরিয়েছেন। কয়েকদিন আগেই ক্যাট আই সানগ্লাস পরে তুলে শেয়ার করা কয়েকটি ছবিতেও ছিলেন বেশ স্টাইলিশ।
তবু সম্প্রতি মেকআপ ছাড়াই রাস্তায় বের হলে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়া একটি ছবি নিয়ে নেটদুনিয়ায় তৈরি হয় বিতর্ক। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘চেনা যাচ্ছে না তাকে’, আবার কেউ লিখেছেন, ‘ওজন বেড়ে গেছে খুব’। তবে এদের মধ্যে অনেকেই বিপাশার পাশে দাঁড়িয়েছেন।
একজন নেটিজেন লিখেছেন, ‘যখন প্রয়োজন ছিল, তখন নিজেকে সে অনুযায়ী উপস্থাপন করেছেন। এখন তিনি মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যা সম্মানের যোগ্য।’ আরেকজন লিখেছেন, ‘সারোগেসি নয়, তিনি নিজেই সন্তান জন্ম দিয়েছেন। তার মধ্যে মাতৃত্বের মাধুর্য স্পষ্ট।’
বিপাশাকে নিয়ে যারা কটাক্ষ করছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু মানুষ আছেন, যারা শুধু খারাপ মন্তব্য করতেই আনন্দ পান। তাদের পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘এই নিম্ন রুচির জন্যই আমি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাঁধে।’
বিডি প্রতিদিন/আশিক