কেন্দ্র ঘোষিত কমিটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং কেন্দ্রীয় নেতাদের নামে বিষোদ্গারসহ ৫ কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ অলিকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সংগঠনটি মহানগর শাখার আহ্বায়ক মো. অলি উল্লাহ এবং সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস স্বাক্ষরিত এক চিঠিতে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগের ভিত্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। সেখানে বলা হয়, ১৫ মে সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছিল। যার সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগগুলো হলো— কেন্দ্র ঘোষিত কমিটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং কেন্দ্রীয় নেতাদের নামে বিষোদ্গার, নবগঠিত জেলা ও মহানগর কমিটি আয়োজিত আনন্দ মিছিলের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে পূর্বপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা, মিছিলে পূর্বপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পর মহানগর কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন সদস্যদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা এবং পরবর্তীতে বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করা, সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে স্বেচ্ছাচারিতা-শৃঙ্খলা ভঙ্গ করা ও ব্যক্তিস্বার্থে বিভিন্ন জায়গায় সাংগঠনিক ব্যানার ব্যবহার করা এবং শহরের আলোচিত ইস্যু সুন্দর মহলকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনায় ব্যক্তিগতভাবে অভিযুক্ত থাকার প্রমাণ পাওয়া, দায়িত্বশীলদের অবহিত না করে সেখানে অবস্থান করা এবং সংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা করা।
বিডিপ্রতিদিন/কবিরুল