ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের জন্য তথাকথিত কৌশল অববলম্বন করলে তেহরানের পক্ষ থেকে কঠোর জবাব দেয়া হবে।
রবিবার ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার বিষয়ে সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটিকে ব্রিফ করার সময় আরাঘচি এই মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে পঞ্চম দফার আলোচনার নেতৃত্ব দেন। আগের চার দফার মতো এই আলোচনায়ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির মধ্যস্থতা ছিল।
আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আরাঘচি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে পেশাদার আলোচনার কথা জানান। তিনি বলেন, তেহরান তার অবস্থান ধরে রাখবে।
আরাঘচি বলেন, এই রাউন্ডটি ছিল আমাদের এ যাবৎকালের সবচেয়ে পেশাদার আলোচনার একটি। আমরা আবারও আলোচনার বিষয়ে ইরানের অবস্থান এবং নীতি ঘোষণা করেছি। আমাদের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট। আমরা তাদের নীতিতে অটল।
ইরানের সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাইয়ের মতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার আইন প্রণেতাদের বলেছেন যে তেহরান কখনও চাপের মুখে আলোচনা করবে না।
আইন প্রণেতা আরাঘচির উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইরান তার বিচক্ষণ এবং স্পষ্ট পারমাণবিক নীতি অনুসরণ করবে। হুমকি বা প্রলোভনের বিষযয়ে এখান থেকে টলবে না ইরান।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল