পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে লাহোর কালান্দার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
রবিবার (২৫ মে) গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ নেই একাদশে।
এবারের আসরে লাহোরের স্কোয়াডে তিন বাংলাদেশি ক্রিকেটার থাকলেও, ফাইনালে মাঠে নামার সুযোগ পেলেন শুধু রিশাদ। সাকিব ও মিরাজকে ড্রেসিংরুম থেকেই সতীর্থদের উৎসাহ দিতে হবে। ফলে টাইগার ভক্তদের প্রত্যাশা অনুযায়ী তিনজনকে একসঙ্গে মাঠে দেখা না যাওয়ায় কিছুটা হতাশাই রইল।
রিশাদ হোসেন অবশ্য একাদশে থাকার দাবিদার হিসেবেই নিজেকে প্রমাণ করেছেন। এবারের আসরে ৬ ম্যাচে ১২ উইকেট শিকার করে তিনি লাহোরের বোলিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে কোয়ালিফায়ার-২-এ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। তার এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে লাহোরের টিম ডিরেক্টর তাকে উপহার হিসেবে দিয়েছেন সোনায় মোড়ানো আইফোন।
চলতি বছরে এটি রিশাদের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ ফাইনাল। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জেতার পর এবার পিএসএলেও ট্রফি জয়ের হাতছানি তার সামনে।
এর আগে গ্রুপ পর্বে কোয়েটার বিপক্ষে দুই ম্যাচের একটিতে জয় পেয়েছিল লাহোর কালান্দার্স, অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
লাহোর কালান্দার্সের একাদশ: শাহীন আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, সিকান্দার রাজা, রিশাদ হোসেন, সালমান মির্জা ও হারিস রউফ।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের একাদশ: সৌদ শাকিল (অধিনায়ক), আবরার আহমেদ, হাসান নেওয়াজ, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আভিস্কা ফার্নান্দো, রাইলি রুশো, মোহাম্মদ আমির, খুররম শাহজাদ, ফাহিম আশরাফ, উসমান তারিক ও ফিন অ্যালেন।
বিডি প্রতিদিন/মুসা