গাজীপুরের শ্রীপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সালমান শাহকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবা, স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বহেরারচালা (নতুন বাজার) থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী সালমান শাহ উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শামীম আকতার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সালমান শাহর নামে গ্রেফতারি পরোয়ানাসহ একাধিক মাদক মামলা রয়েছে। সে শ্রীপুরসহ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করতো। এলাকায় সালমান শাহ মাদক সম্রাট হিসেবে সকলের কাছে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে শ্রীপুর পৌরসভার বহেরারচালা (নতুন বাজার) এলাকায় অবস্থান নেয়। পরে ওই বাজারে অভিযান চালিয়ে বাজারের চৌরাস্তা মোরশেদ মোল্লার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা), নগদ ১ লাখ ৩৯ হাজার ৬০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, দুই আনা ওজনের একটি স্বর্ণের আংটি, ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া রূপার নুপুর ও এক জোড়া চুরি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
ওসি আরও জানান, মোহাম্মদ সালমান শাহ চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদকের ডিলার। মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা তার কাছে স্বর্ণালংকার বন্ধক রেখে মাদক নিয়ে যেত। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই