ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা জনবান্ধব করা হচ্ছে। সরকার ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’
গতকাল রাজধানীতে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ভূমি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ভূমি উপদেষ্টা বলেন, ‘ভূমিসেবা প্রদানে আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে সেবাগ্রহীতাদের মধ্যে সন্তুষ্টির মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা শতভাগ অনলাইন করাসহ পেমেন্ট ক্যাশলেস করা হয়েছে। অনলাইনেই ভূমি উন্নয়ন কর দেওয়া সম্ভব হচ্ছে, ফলে দৈনিক গড়ে ১০-১২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।