ফেনীর পরশুরামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার বাউরখুমা, দক্ষিণ কাউতলী ও বিলোনিয়ায় দিনভর অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাপলা ট্রেডার্স-এর নামে বাউরখুমা, দক্ষিণ কাউতলী ও বিলোনিয়ায় অবৈধভাবে উত্তোলনকৃত বালুর স্তূপ চিহ্নিত করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে একাধিক লোক জড়িত হয়ে প্রায় ৩০টি বালুর স্তূপে পতাকা লাগানো হয়েছে।
অভিযানে ৫ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এতে পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন-এর সদস্যরা অংশ নেন। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত লোহার পাইপ, পানিতে মেশিন ভাসিয়ে রাখার ড্রাম ফ্রেম জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী, আদালতের মাধ্যমে জব্দকৃত বালু নিলামে তোলা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে শাপলা ট্রেডার্সের ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। তখন নতুন করে আর ইজারা হয়নি। আগস্ট মাসে বন্যার পর ইজারা স্থগিত করে জেলা প্রশাসন। শাপলা ট্রেডার্স কোনো ইজারা পায়নি। যারা অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করেছে, জেলা প্রশাসন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
বিডি প্রতিদিন/আশিক