ইউনাইটেড হসপিটালে অধ্যাপক ডা. মোহসেনের যোগদান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন যোগদান করেছেন রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে।
তিনি হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। ডা. মোহসেন এমবিবিএস, এফসিপিএস ও এফজিএইচ ডিগ্রিধারী। তিনি ইউনাইটেড হাসপাতাল গুলশান, বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন।
চিকিৎসক ও গবেষক হিসেবে তিনি রোগ নিরাময়ে সমন্বিত চিকিৎসা কৌশলে গুরুত্ব দেন। বিশেষ করে লিভার রোগের প্রাথমিক সনাক্তকরণ, জীবনধারার পরিবর্তন এবং প্রয়োজনে লিভার ট্রান্সপ্লান্টের মাধ্যমে দীর্ঘমেয়াদি সুস্থতার ওপর জোর দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ