বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিউরোসার্জারি বিভাগ দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। সোমবার সকালে চমেক ক্যাম্পাসে সাইকেল র্যালির মাধ্যমে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আলম, সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দিন, উপাধ্যক্ষ ডা. আব্দুর রব, ও অন্যান্য চিকিৎসকরা।
মেয়র বলেন, ‘হঠাৎ কথা জড়ানো, শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া বা চোখে ঝাপসা দেখা—এসবই স্ট্রোকের প্রাথমিক লক্ষণ। দ্রুত হাসপাতালে নিলে জীবন বাঁচানো সম্ভব।’
অধ্যক্ষ ডা. জসিম উদ্দিন জানান, প্রতিবছর বাংলাদেশে প্রায় তিন লাখ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেকে মারা যান বা স্থায়ী অক্ষমতায় ভোগেন।
নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. সাইফুল আলম বলেন, ‘স্ট্রোকের ৮০ শতাংশই প্রতিরোধযোগ্য। নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, ধূমপান ত্যাগ ও নিয়মিত ব্যায়ামই জীবন বাঁচাতে পারে।’
সহকারী অধ্যাপক ডা. ইসমাইল হোসেন বলেন, ‘স্ট্রোক প্রতিরোধ মানেই জীবন বাঁচানো। মানুষকে বুঝাতে হবে—স্ট্রোক হঠাৎ হয়, কিন্তু ঝুঁকি তৈরি হয় প্রতিদিন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউরোসার্জারি বিভাগের ইউনিট প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সানাউল্লাহ শামীম, সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুল কাদের, সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক, উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক ডা. সিরাজুল মুনির অহি, সহকারী অধ্যাপক ডা. মইনুদ্দীন জাহেদ, সহকারী অধ্যাপক ডা. কামাল হোসেন, ডা. মাজেদ সুলতান, ডা. সমীর, আবাসিক সার্জন ডা. ইমরান হোসেন, ডা. আলাউদ্দিন, ডা. নারায়ন ধর, ডা. মির্জা, ডা. শিহাব, ডা. শামীমা, ডা. খুরশীদ, ডা. আয়াতুল আমিন, ডা. জয়দীপ, ডা. সৌমেন, ডা. রাখাল, ডা. আশিক, ডা. মুনীর, ডা. নূর, ডা. সজীব, ডা. জিসান, ডা. দেবব্রত, ডা. হিমা, ডা. ইরফান প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক