দাবি আদায়ে নতুন কর্মসূচি হিসেবে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দ্রুত বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধে গতকাল পূর্বঘোষিত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লংমার্চ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
গতকাল সকালে ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। এরপর মিছিল নিয়ে শহীদ মিনার থেকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে যান এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, বিপন্ন, হতাশাগ্রস্ত শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। এটাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। ৬ লাখ শিক্ষক-কর্মচারী একত্রিত হলে ঢাকাকে অচল করে দেওয়া হবে। পরে মিছিলটি ফের শহীদ মিনারে ফিরে আসে।
এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের শিক্ষকরা আজ দুপুরে কালো পতাকা মিছিল করবেন বলে জানানো হয়।