ভারতের পাঞ্জাবে তল্লাশি চালিয়ে এক আইপিএস অফিসারের বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা ও বিলাসবহুল সামগ্রী উদ্ধার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ কোটি রুপি নগদ, দেড় কেজি সোনা, দুটি দামি গাড়ি—অডি ও মার্সিডিজ, ২২টি বিলাসবহুল ঘড়ি এবং ৪০ লিটার মদ।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ঘুষ গ্রহণের অভিযোগে শুরু হয় এই তদন্ত। সেই সূত্র ধরে পাঞ্জাবের রোপার রেঞ্জের ডিআইজি হরচরণ সিং ভুল্লার-এর বাসায় অভিযান চালায় সিবিআই। অভিযানে কর্মকর্তারা ওই বিপুল সম্পত্তির সন্ধান পান।
সিবিআই জানায়, স্থানীয় ব্যবসায়ী আকাশ বাট্টা-র দায়ের করা এক ফৌজদারি মামলা ‘নিষ্পত্তি’ করে দেওয়ার প্রস্তাব দেন হরচরণ। বিনিময়ে তিনি ঘুষ দাবি করেন। ব্যবসায়ীর অভিযোগ অনুযায়ী, মামলায় না জড়াতে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে বলে জানান ওই কর্মকর্তা। যদিও সরাসরি নয়, মধ্যস্থতাকারী কৃষ্ণ নামের এক ব্যক্তির মাধ্যমে সেই দাবি জানানো হয়।
অভিযোগের ভিত্তিতে সিবিআই অভিযান চালিয়ে হরচরণ ও কৃষ্ণ উভয়কেই গ্রেপ্তার করে। তদন্তে বেরিয়ে আসে, অভিযুক্ত কর্মকর্তার বাড়িতে বিপুল অঘোষিত সম্পদ লুকানো ছিল।
জানা যায়, ২০০৯ সালে আইপিএস কর্মকর্তা হিসেবে নিয়োগ পান হরচরণ সিং ভুল্লার। এর আগে তিনি পাঞ্জাবের বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সাল থেকে তিনি রোপার রেঞ্জের ডিআইজি পদে কর্মরত। হরচরণের পিতা-ও ছিলেন পুলিশ কর্মকর্তা।
এই ঘটনায় ভারতের প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই বলছেন, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দুর্নীতির ঘটনা।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/আশিক