বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম. এ. মতিন বলেছেন, দেশের সুশাসন প্রতিষ্ঠা না হলে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। বর্তমানে দেশ মহাসংকটের দিকে এগুচ্ছে। ৩৬ জুলাই পরবর্তী সাধারণ মানুষ মনে করেছিল, বর্তমান সরকার দুর্নীতি, দুঃশাসন, আইনের শাসন ও দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে সক্ষম হবে। কিন্তু বাস্তবে বিপরীত চিত্র দেখা গেছে।
শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য’ শীর্ষক জাতীয় সংলাপে এই মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম সরওয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বি.এম এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুল হাকিম, মেজর অব. আমিন আহমেদ, বি.এম এরশাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক