তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা প্রকল্পের কাজ শুরু না হলে কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের আয়োজনে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটক, বাহাদুর শাহ পার্ক, শাঁখারি বাজার মোড়, রায়সাহেব বাজার মোড় হয়ে পুনরায় বিশ্বজিৎ চত্বরে এসে শেষ হয়।
শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশে বিভিন্ন স্লোগান দেয়- 'দিল্লি না, ঢাকা ঢাকা', 'তিস্তা পাড়ের কান্না, আর না আর না', 'জাগো বাহে, কোনঠে সবাই, চলো তিস্তা বাঁচাই', 'পানি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার', 'তিস্তা নিয়ে টালবাহানা চলবে না', 'করো তিস্তা চুক্তি, আমাদের দাও মুক্তি', 'তিস্তা শুকিয়ে গেলে, কৃষক কাঁদে ঘরে ঘরে' এবং 'ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দাও'- এমনকী আরও নানা প্রতিবাদী বাক্য শোনা গেছে।
সংক্ষিপ্ত সমাবেশে বগুড়া জেলার ছাত্র সুলতান মাহমুদ বলেন, আমাদের তিস্তা পাড়ের মানুষের ভোগান্তি লাঘব হয়নি। ভারতীয় পানি নিয়ন্ত্রণের কারণে তিস্তার মাইলের পর মাইল ফসলি জমি ধ্বংস হচ্ছে; উত্তরবঙ্গের মানুষের জীবিকা হুমকির মুখে। এক আবু সাইদ রক্ত দিয়েছেন, দাবি আদায় করতে আমরা লাখো আবু সাইদের রক্ত দেবো।
রংপুর জেলার শিক্ষার্থী মো. সোহাগ বলেন, আমি সেই বাবার সন্তান, যার ফসলি জমি ছয় মাস পানির নিচে থাকে। আমি সেই মায়ের সন্তান, যে সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পেরে কাঁদে। আপনারা আমাদের 'মহফিজ' বললে- আমরা মহফিজ না; আমাদের মহফিজ বানানো হয়েছে।
আন্দোলনকারীরা আরও জানান, আমাদেরকে মঙ্গা বলা হয়; আমরা মঙ্গা নই-আমাদের মঙ্গা বানানো হয়েছে। আমরা ১০৫ কিলোমিটার হাঁটেছি; দাবি আদায়ে ঢাকা থেকে রংপুর পর্যন্ত ৩৫০ কিলোমিটারও হাঁটতে পারবো। তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল সমাবেশে বলেন, তিস্তা মহাপরিকল্পনা তিস্তা পাড়ের মানুষের প্রাণের দাবি। ফ্যাসিস্ট আমলে এই সরকারের সময় তিস্তা নিয়ে সুষ্ঠু কাজ হয়নি। এখন উত্তরবঙ্গের মানুষের কষ্ট লাঘব করার সময় এসেছে-নির্বাচনী তফসিল ঘোষণার আগেই তিস্তা প্রকল্পের কাজ শুরু করার আহ্বান জানাচ্ছি সরকারকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ