সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপি ৩১ দফায় মা-বোন, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। শুক্রবার শার্শার উলাসী ইউনিয়নে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।
তৃপ্তি বলেন, ৩১ দফার ভিত্তিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপি ক্ষমতায় গেলে চাকরিসহ সব ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দীন, সাখাওয়াত হোসেন, যুবদল নেতা এমদাদুল হক এমদা, আল মামুন বাবলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        