২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকার ধানমন্ডির আইডিয়াল কলেজের পাসের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮৬ শতাংশে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এই কলেজ থেকে মোট ২ হাজার ২৩৬ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেন ২ হাজার ২২১ জন। এর মধ্যে ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী পাস করেছেন, আর ৫২৯ জন অকৃতকার্য হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিন বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বাধিক। এই বিভাগে পাস করেছেন ৯০৫ জন, ফেল করেছেন ২০২ জন এবং ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৩৮৮ জন, ফেল করেছেন ২০৭ জন এবং ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে মানবিক বিভাগে পাসের সংখ্যা ৪১৪ জন, ফেল করেছেন ১২০ জন, এবং ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সব মিলিয়ে তিন বিভাগে মোট ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। কলেজটির পরীক্ষা কেন্দ্র ছিল মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজে।
প্রসঙ্গত, পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবার ফলাফলে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৪১ জন শিক্ষার্থী ফেল করেছিলেন আর প্রায় আড়াই হাজার পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন জিপিএ-৫ পেয়েছিলেন।
এরও আগের বছর, ২০২৩ সালের পরীক্ষায়,৩৬১ জন শিক্ষার্থী অকৃতকার্য হন এবং আড়াই হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৮ জন জিপিএ-৫ অর্জন করেছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ