আন্তর্জাতিক লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ইয়োসো বাংলাদেশ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের ষষ্ঠ আউটলেট উদ্বোধন করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রঙিন ও জমকালো আয়োজনে উদ্বোধন হয় নতুন এই শাখার।
অনুষ্ঠানে ছিল প্রাণবন্ত ফ্ল্যাশ মব এবং দেশের প্রথম ইনডোর বেলুন ড্রপ। যে ধারণাটি এসেছে ইয়োসো দুবাই থেকে। এসময় নীল ও গোলাপি হাজারো বেলুনে ভরে ওঠে বসুন্ধরা সিটির কেন্দ্রীয় অ্যাট্রিয়াম, আর পুরো মল জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
ফিতা কেটে ও ডিজিটাল স্ক্রিন উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, ফকির অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান, এবং ইয়োসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জারিন জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, “ইয়োসো বসুন্ধরা সিটিতে আসায় ক্রেতারা আরও বৈচিত্র্যময়, সৃজনশীল ও সাশ্রয়ী মূল্যের জীবনধারার পণ্য কেনার সুযোগ পাবেন।”
মঞ্জারিন জামান বলেন, “আমরা আন্তর্জাতিক মানের খুচরা বিক্রয় অভিজ্ঞতা স্থানীয় ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চাই। কেনাকাটা যেন হয় আনন্দদায়ক, স্টাইলিশ ও সবার নাগালে— সেটাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে ‘পিআর বক্স গিভঅ্যাওয়ে’-এর মাধ্যমে ৩০ জন দর্শনার্থী পেয়েছেন বিশেষ উপহার। শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী পর্ব।
উদ্বোধনের দিন বসুন্ধরা সিটি ছিল ক্রেতা ও পরিবারের ভিড়ে মুখর; চারপাশে ছড়িয়ে পড়ে উৎসবের পরিবেশ।
ব্লক সি ও ডি-এর নিচতলায় (মেইন এসকেলেটরের পেছনে) অবস্থিত নতুন আউটলেটটিতে পাওয়া যাবে আধুনিক নকশার গৃহসজ্জা ও নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য— যেখানে স্টাইল, ব্যবহারিকতা ও সাশ্রয় একসঙ্গে মিলেছে।
এর আগে ইয়োসো বাংলাদেশ তাদের আউটলেট চালু করেছে বনানী ১১, ধানমন্ডি (সাত মসজিদ রোড), যমুনা ফিউচার পার্ক, নারায়ণগঞ্জ এবং খিলগাঁওয়ে।
২০১৪ সালে চীনের ইইউ (Yiwu) শহরে প্রতিষ্ঠিত ইয়োসো বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে এক হাজারেরও বেশি আউটলেট পরিচালনা করছে।
ব্র্যান্ডটির মূলমন্ত্র—“Creative, Fashionable, Simple, Natural.”
বিডি প্রতিদিন/আশিক