টালিউডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দেবের অভিনয় জীবনের দুই দশক পূর্তি। একই সঙ্গে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতার তারকাখচিত এই মঞ্চে নায়িকার ঝলমলে উপস্থিতি ভক্তদের মাতিয়ে তুললেও অনুপস্থিত ছিলেন লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি।
ভারতীয় গণমাধ্যম জানায়, টালিউডে দুই দশকের পথচলা সম্পন্ন করেছেন দেব। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নুসরাত জাহান, পূজা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চ্যাটার্জি প্রমুখ নায়িকা উপস্থিত ছিলেন। দেবের সঙ্গে রোম্যান্টিক গানে নেচে তারা মঞ্চ মাতান এবং সুপারস্টারের ২০ বছরের যাত্রার অংশীদার হয়ে নিজেদের আবেগ প্রকাশ করেন।
তবে তারকাখচিত এই অনুষ্ঠানে শুভশ্রী গাঙ্গুলীর অনুপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়। প্রাক্তন জুটির প্রত্যাবর্তনের গুঞ্জন গত আগস্টে শোনা গেলেও এদিন তিনি উপস্থিত ছিলেন না। তবে কেন এই বিশেষ মুহূর্তে শুভশ্রী মঞ্চে আসেননি, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আশিক