বলিউডের জনপ্রিয় কোর্টরুম কমেডি–ড্রামা সিরিজ ‘জলি এলএলবি’-র তৃতীয় কিস্তি দর্শকপ্রিয়তায় ঝড় তুলেছে। প্রথম কিস্তিতে ছিলেন আরশাদ ওয়ার্সি, দ্বিতীয় কিস্তিতে অক্ষয় কুমার—আর এবার ‘জলি এলএলবি ৩’-এ দুই তারকাই মুখোমুখি।
মুক্তির প্রথম দিন বক্স অফিসে কিছুটা ধীরগতির সূচনা করলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, রবিবার (২১ সেপ্টেম্বর) মুক্তির তৃতীয় দিনে ছবিটি আয় করেছে ২১ কোটি টাকা। শনিবার আয় ছিল ২০ কোটির সামান্য বেশি, আর উদ্বোধনী দিনে ছিল ১২.৫ কোটি টাকা।
তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৩.৫০ কোটি টাকা। রবিবার হিন্দি ভাষার দর্শক উপস্থিতির হার ছিল ৪০.৩৬ শতাংশ।
এবারের কিস্তিতে দুই জলি আদালতে মুখোমুখি লড়াইয়ে নামেন। কৌশল, ফাঁকফোকর ও আইনের ব্যাখ্যা দিয়ে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণে মরিয়া দু’জন। কিন্তু একটি বিশেষ কেস তাদের জীবনে নতুন মোড় এনে দেয়—কে জিতবে, কে থাকবে সত্যের পক্ষে, সেই উত্তেজনাই টানছে দর্শকদের।
‘জলি এলএলবি ৩’-এর পরিচালক শুভাষ কাপুর। অভিনয়ে রয়েছেন আরশাদ ওয়ার্সি, অক্ষয় কুমার, হুমা কুরেশি, সৌরভ শুক্লা, অমৃতা রাও, সীমা বিশ্বাস, রাম কাপুর, গজরাজ রাও, শিল্পা শুক্লা, বৃজেন্দ্র কালা প্রমুখ। ছবিটি মুক্তি পেয়েছে ১৯ সেপ্টেম্বর।
বিডি প্রতিদিন/আশিক