অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পক্ষে পাঠানোর জন্য পাঁচটি পূর্ণদৈর্ঘ্য ছবি জমা পড়েছে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি (বিএফএফএস) জানিয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ছবিগুলো এই বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য—শর্ত মেনে এ বার জমা পড়েছে ‘নকশিকাঁথার জমিন’, ‘সাবা’, ‘প্রিয় মালতী’, ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ময়না’।
- নকশিকাঁথার জমিন : জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি; অভিনয়ে আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান ও সেঁওতি।
- সাবা : মেহজাবীন চৌধুরীর প্রথম পূর্ণদৈর্ঘ্য; এতে রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারও রয়েছে।
- প্রিয় মালতী : শঙ্খ দাসগুপ্ত পরিচালিত, মেহজাবীন চৌধুরী প্রধান ভূমিকায় আছেন। আরও আছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম প্রমুখ।
- বাড়ির নাম শাহানা : লীসা গাজী পরিচালিত; নব্বইয়ের দশকের পটভূমিতে এক নারীর সংগ্রামের কাহিনি; দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা।
- ময়না : রাজ রিপা অভিনীত, নির্মাতা মঞ্জুরুল ইসলাম মেঘ; মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরী উপস্থিত এতে অভিনয় করেছেন।
বিএফএফএসের নির্ধারিত প্রক্রিয়ায় এই পাঁচটির মধ্যে একটি চূড়ান্ত নির্বাচন করে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব পাঠাবে। কোন ছবিটি শেষ পর্যন্ত নির্বাচিত হবে, তা পরে জানানো হবে।
বিডি প্রতিদিন/আশিক