ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সালমান খানের ছবি ‘সিকান্দার’ বক্স অফিসে ১৩তম দিন পার করেছে। তবে ছবিটি শুরু থেকেই খুব একটা সাড়া ফেলতে পারেনি। ধীর গতিতে এগোলেও, নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করছিল এই অ্যাকশনধর্মী সিনেমা।
কিন্তু নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হয়েছেন সানি দেওল, যাঁর ছবি ‘জাঠ’ মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। এর পর থেকেই বদলে গেছে চিত্র। শেষ দুই দিনে স্পষ্ট দেখা যাচ্ছে, ‘জাঠ’-এর ধাক্কায় চাপা পড়ে যাচ্ছে সালমানের ‘সিকান্দার’।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ‘জাঠ’ মুক্তির পর ‘সিকান্দার’-এর আয় আশানুরূপ হচ্ছে না। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির ১২তম দিনে ছবিটি আয় করেছে মাত্র ৭৫ লাখ টাকা। আর ১৩তম দিনে সেই আয় আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লাখ টাকায়।
এই মুহূর্তে ‘সিকান্দার’-এর ঘরোয়া আয় ১০৮ কোটি রুপি ছুঁয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে ছবিটি তুলনামূলক ভালো পারফর্ম করেছে—বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি রুপি।
এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে এই টানাপোড়েনের লড়াইয়ে কে এগিয়ে থাকতে পারে—সালমানের ‘সিকান্দার’ নাকি সানির ‘জাঠ’।
বিডি প্রতিদিন/নাজিম