এবার ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে আলোচনায় উঠে এসেছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। অন্যান্য সিনেমাগুলো হলো—‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। দেশের সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে ঈদের সিনেমাগুলোর মধ্যে ‘জংলি’ দাপটের সঙ্গেই চলছে।
ঈদুল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় ‘জংলি’। প্রথম দিন থেকেই সিনেমাটির প্রায় সব শো হাউজফুল যাচ্ছে। একারণে স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি শো দ্বিগুণ করা হয়েছে।
ঈদের ১৩তম দিনে (১৩ এপ্রিল) রাজধানীর সনি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে ছবির অভিনয়শিল্পীসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা উপস্থিত ছিলেন।
ছবিটি দেখা শেষে অতিথিদের অনেকের চোখে জল দেখা যায়। তাঁদের মতে, ‘জংলি’তে বাবা-মেয়ের ভালোবাসার গল্প দর্শকমনে গভীর ছাপ ফেলেছে।
নায়ক সিয়াম আহমেদ বলেন, ‘‘জংলি আমাদের দেশের গল্পের সিনেমা। আমরা চেয়েছি একটি পারিবারিক, ফ্যামিলি-ফ্রেন্ডলি সিনেমা বানাতে। শিশুদের ‘গুড টাচ-ব্যাড টাচ’ সম্পর্কেও সচেতনতা তৈরি করতে চেয়েছি। আমাদের পুরো টিম অনেক কষ্ট করেছে। দর্শকদের রিঅ্যাকশন দেখে মনে হয়েছে, আমরা গল্পটি বলতে পেরেছি।’’
‘জংলি’ মূলত একজন যুবকের বাবা হয়ে ওঠার গল্প। জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। সিনেমার প্রথমার্ধে ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরবর্তীতে সিয়ামের চরিত্রে এসেছে ভিন্নতা। তিনি হয়ে উঠেছেন একেবারে নতুন এক ‘জংলি’।
ছবিটিতে সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী ও দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু। সিনেমার সব গান করেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ।
বিডি প্রতিদিন/আশিক