বলিউড অভিনেতা সাইফ আলি খান হামলা মামলায় চার্জশিটে একজন অটোচালকের সাক্ষ্যের কথা উল্লেখ করা হয়েছে। তিনি অভিযুক্ত শরিফুল ফকিরকে (৩০) ১৫ জানুয়ারি অপরাধের প্রায় ১২ ঘণ্টা আগে অভিনেতার বাসভবনের কাছের গলিতে নামিয়ে দিয়েছিলেন।
চালক ধনঞ্জয় চাইনি বলেছেন, তিনি লোকটিকে মনে রেখেছেন। কারণ তিনি বান্দ্রা রেলওয়ে স্টেশন থেকে যাত্রার জন্য তাকে দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়েছিলেন। চার্জশিট অনুসারে, সিসিটিভি ক্যামেরায় ১৫ জানুয়ারি দুপুর ১টায় মাত্র ৭৮ মিটার দূরে একটি ভবনে ফকির নেমে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। তিনি রাস্তায় কিছুক্ষণ হেঁটে ভবনে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পরে চলে যান। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬.৪৫ টার মধ্যে এলাকাটি জরিপ করা ক্যামেরায় তাকে দেখা গেছে।
খাননের ভবনের ষষ্ঠ তলার নজরদারি ফুটেজে ১৬ জানুয়ারি রাত দেড়টার দিকে তাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এক ঘণ্টা পরে নিচে নামতে দেখা গেছে। আরেকটি সিসিটিভি ক্যামেরায় তাকে রাত ৩.৩৭ মিনিটে সাইফের ভবনের সাথে একটি কম্পাউন্ড ভবন দিয়ে তাকে পালিয়ে যেতে দেখা গেছে। পরে ক্যামেরায় শরীফুলকে দেখা যায় সকাল ৭.০৪ মিনিটে বান্দ্রা লিংক রোডের পাটবর্ধন গার্ডেন বাস স্টপে, বান্দ্রা স্টেশনের কাছে একটি খাবারের দোকানের কাছে। সকাল ৮.২৫ মিনিটে দাদার স্টেশনে, সকাল ৮.৩৫ মিনিটে দাদার স্টেশনের বাইরে একটি ফোনের দোকানে সকাল ৯টা থেকে ৯.১০ মিনিট পর্যন্ত এবং সকাল ১০.০৫ মিনিটে ওরলির জনতা কলোনির টপলি ওয়াদিতে ঘুরে বেড়াতে।
১ হাজার ৬১৩ পৃষ্ঠার চার্জশিটে অভিযুক্তের পশ্চিমবঙ্গের এক কাকা হাফিজুল শেখাওয়াত শেখের (৫২) কথাও উল্লেখ করা হয়েছে। যিনি বলেছেন, তিনি ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশ থেকে আসার ঠিক একদিন পরেই তার মানিব্যাগ থেকে ১ হাজার রুপি চুরি করার জন্য ফকিরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। মামলার তদন্তকারী পুলিশ দল জানতে পেরেছে যে বহিষ্কারের পর ফকির কলকাতায় চলে যান। যেখানে তিনি একটি সরকারি হাসপাতালের এক নারীর কাছ থেকে তিন হাজার রুপি এবং একটি ফোন চুরি করেন। চুরি করা টাকা তিনি মুম্বাই চলে যান এবং ১০ জুলাই ওরলির একটি পাবে চাকরি পান কিন্তু অক্টোবরে একজন পৃষ্ঠপোষকের কাছ থেকে ১ হাজার রুপি চুরি করার অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
সাইফের ভবনে প্রবেশের আগে, শরিফুল তিন দিন ধরে বান্দ্রার অভিজাত এলাকাটি পর্যবেক্ষণ করেন। এই সময়কালে তার কর্মসংস্থান সংস্থা সুপারভাইজার তাকে কাজে অনুপস্থিত থাকার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি একটি গল্প ফাঁদেন। জানান, একজন অফিসারের সাথে ঝগড়ার পর পুলিশ তাকে আটক করেছে।
জিজ্ঞাসাবাদের সময়, ফকির দাবি করেন যে তিনি সাইফের সেলিব্রিটি স্ট্যাটাস সম্পর্কে অবগত ছিলেন না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/নাজমুল