মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে শহরের শকুনি লেকের পাড়ে স্বাধীনতা অঙ্গন থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্বাধীনতা অঙ্গনে এসে শেষ হয়।
জেলা বিএনপি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও আলাদা শোভাযাত্রা আয়োজন করা হয়। স্বাধীনতা অঙ্গনে বৈশাখের প্রথম দিনে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
লেকের পাড়ের বটতলায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্যের পসরা বসেছে।
শোভাযাত্রা ও আয়োজনে উপস্থিত ছিলেন মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, অ্যাড. জামিনুর হোসেন মিঠু, মো. মিজানুর রহমান মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী, শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ও কাজী আলী হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মাদারীপুরবাসী বর্ষবরণ উৎসবকে ঘিরে সৃষ্টি হওয়া এই বর্ণিল আবহে মেতে ওঠে আনন্দ আর সংস্কৃতির মিলনমেলায়।
বিডি প্রতিদিন/আশিক