কুড়িগ্রামে বাংলা নববর্ষ-১৪৩২ আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়েছে। সোমবার আই লাভ কুড়িগ্রাম চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসকের নেতৃত্বে বের হয়ে জেলা শহরের কলেজ মোড় হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে মিলিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো:মাসুদ রানা,অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা,জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা তথ্য অফিসার মো: শাহজাহান আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
বিডি প্রতিদিন/নাজমুল