আবারও প্রাণনাশের হুমকি পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয় তার বাড়ি-গাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে।
সোমবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে এমন হুমকির একটি বার্তা পাঠানো হয়।
বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতিকারীরা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, হুমকি বার্তায় আরও জানানো হয়েছে, একাধিক দুষ্কৃতি সালমানের বাড়িতে ঢুকে তার বাড়ি এবং গাড়ি উড়িয়ে দেবে। হুমকিবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওয়রলি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশের প্রথম সারির একাধিক অফিসার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, পুলিশ ইতিমধ্যেই হুমকি বার্তার উৎস খুঁজে বের করে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের জন্য তদন্ত শুরু করে দিয়েছে।
জানা গেছে, সালমান খান বর্তমানে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তার পরিবারের সঙ্গে বসবাস করছেন। এটি সালমানের বিরুদ্ধে গত দুই বছরে পাওয়া পঞ্চম প্রাণনাশের হুমকি। এর আগে, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা সালমানের বাড়িতে গুলি চালিয়েছিল এবং একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে তার পানভেল ফার্মহাউসে হত্যার পরিকল্পনা করেছিল।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এই হুমকির যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগে সালমানের প্রতি লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে ঘৃণা প্রকাশ করেছেন। যদিও আদালত ইতোমধ্যে সালমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের মামলা খারিজ করে দিয়েছে, তবুও গ্যাংয়ের হুমকি থেমে থাকেনি।
মুম্বাই পুলিশ জানিয়েছে, এই হুমকির উৎস ও প্রেরককে খুঁজে বের করতে প্রযুক্তি ও গোয়েন্দা বিভাগের সহায়তায় তল্লাশি চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম