মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা।
সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, রেজিস্ট্রার, গ্রন্থাগারিক, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
নববর্ষ উপলক্ষে মুক্তমঞ্চে আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম। মাভাবিপ্রবি সাহিত্য সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘নববর্ষ বইমেলা’, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী আয়োজন করে খেলাধুলা ও খাবারের দোকান। ‘ধ্রুবতারা’র আয়োজনে অনুষ্ঠিত হয় পান্তা-ইলিশ উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি এবং মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের চিন্তা ও বক্তব্য তুলে ধরেন।
বিডি প্রতিদিন/মুসা