যশোর রেল স্টেশনে বেতনা এক্সপ্রেস নামের ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় যশোরের সাথে সারাদেশের রেল যোগাযোগ দেড় ঘন্টা বন্ধ ছিল। পরে বগিটি সরিয়ে নেওয়া হলে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।
বেনাপোল থেকে মংলাগামী বেতনা একপ্রেস আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে যশোর রেল স্টেশনে প্রবেশের মুখে বগি লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান বলেন, যশোর রেলস্টেশনে ঢোকার মুখে বেতনা এক্সপ্রেসের শেষ বগিটি লাইনচ্যুত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চেষ্টা করে লাইনচ্যুত বগিটি ক্রসিং থেকে প্রথম ট্রাকে ঠেলে দেওয়া হয়। এরপর দ্বিতীয় ট্রাকটি সচল করা হলে ১১টা ৪০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ শনাক্ত ও লাইনচ্যুত বগিটি প্রথম ট্রাক থেকে সরিয়ে নিতে রেলওয়ের প্রকৌশলীরা কাজ করছেন।
বিডি প্রতিদিন/হিমেল