প্রায় তিন দশকের পথচলায় প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছে ব্যান্ডদল 'শিরোনামহীন'। চলতি বছরের সেপ্টেম্বরে লাইভ পারফরম্যান্সে অংশ নেবে দলটি।
এক বিজ্ঞপ্তিতে শিরোনামহীন জানিয়েছে, ‘মিক্সটেপের’ আয়োজনে টরন্টো কনসার্টের মাধ্যমে কানাডায় পারফরম্যান্স শুরু করবে তারা। ২০২৫ সাল শিরোনামহীনের জন্য ‘বৈচিত্র্যময়’ জানিয়ে ব্যান্ড লিডার জিয়াউর রহমান বলেন, এ বছর তাদের দেশের বাইরে আরও কিছু ট্যুরের প্রস্তাব রয়েছে।
ব্যান্ডের কম্পোজার কাজি আহমেদ শাফিন বলেন, "বিগত বছরে ইউরোপ ট্যুরে আমরা বেশ কিছু দেশে ভ্রমণ করেছি, তাদের সংস্কৃতি, প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। আশা করছি, এ বছরের ট্যুরগুলোও আমরা উপভোগ করতে পারব।"
ব্যান্ডের কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াক বলেন, "এই ট্যুরগুলো থেকে আমাদের এমন কিছু অভিজ্ঞতা ও অনুভূতি তৈরি করে, যা ক্রিয়েটিভ চর্চার খুবই গুরুত্বপূর্ণ বিষয়।"
গত ১৫ ফেব্রুয়ারি প্রচার হয়েছে ব্যান্ডের নতুন গান ‘প্রিয়তমা’, যেটি ‘বাতিঘর’ অ্যালবামের একটি গান। শিরোনামহীনের আরও চারটি গান মিউজিক ভিডিওসহ প্রস্তুত রয়েছে, যা খুব শিগগিরই প্রকাশ করার কথা রয়েছে।
থাইল্যান্ড এবং ভারতের একাধিক লোকেশনে এই মিউজিক ভিডিওগুলোর দৃশ্যধারণ করা হয়েছে। এছাড়া শিরোনামহীনের দর্শকপ্রিয় ‘এই অবেলায়’ গানের সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে, স্পনসরের সহযোগিতা পেলেই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ