প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমার প্লেব্যাক করছেন বাংলাদেশি গায়ক সৈয়দ অমি। জিৎ চক্রবর্তী পরিচালিত ‘আড়ি’ সিনেমায় ‘মরুভূমি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন অমি।
অমি জানিয়েছেন, গানটির কথা ও সুর করেছেন লিংকন রায় চৌধুরী। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন কেডি। ভারতীয় বাংলা সিনেমায় প্লেব্যাকের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই গায়ক।
তিনি বলেন, “গত ১৮ মার্চ গানটিতে কণ্ঠ দিয়ে পাঠাই। গানটি সিনেমায় ব্যবহার হয়েছে কী না এই সংশয়ে কাউকে বলা হয়নি। ”
গানটি সিনেমা টিমের সবাই পছন্দ করেছেন জানিয়ে অমি বলেন, “গত বুধবার সিনেমার ট্রেইলার প্রকাশের পর ব্যাকগ্রাউন্ডে গানটি শুনে নিশ্চিত হই। গানটি সিনেমায় ব্যবহার হয়েছে। লিংকন দাদাও আমাকে জানিয়েছেন, গানটি টিমের সবাই পছন্দ করেছেন।”
‘আড়ি’ কলকাতায় মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। ‘আড়ি’ সিনেমায় এক মা ও ছেলের গল্প ওঠে এসেছে। যেখানে মা চরিত্রে দেখা যাবে মৌসুমী চ্যাটার্জিকে। সিনেমায় তার ছেলের চরিত্রে রয়েছেন যশ। নুসরাত ও যশের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।
অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু হয় অমির। এরপর সোলাইমান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ও জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমায় গেয়েছেন তিনি।
গেল বছরে অমির ‘মাতাল’ ও ‘দুই চাক্কার সাইকেল’ গানটি আলোচনায় ছিল। চলতি বছরের শুরুতে গায়কের মুক্তি পাওয়া ‘পরি পাইছি রে’ গানটিও সাড়া ফেলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ