ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন চাল ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে কালীগঞ্জ পৌর এলাকার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকার কিছু ব্যক্তি পৌরসভা থেকে বরাদ্দ নিয়ে দোকান করে ব্যবসায়ীদের কাছ থেকে খাজনার নামে চাঁদা দাবি করছে। পৌরসভা থেকে খাজনা না নেওয়ার নির্দেশনা থাকলেও ওই চক্রটি চাঁদাবাজি করছে। এ কারণে সকাল থেকে চাল বিক্রি বন্ধ রেখেছেন তারা। এতে বিপাকে পড়েছেন পৌর এলাকার বাসিন্দারা।
এ নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো সমাধান হয়নি। ফলে ব্যবসায়ীরা এ কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল