সাতক্ষীরায় তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের দলীয় পদ স্থগিত করা হয়েছে। সোমবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সিদ্ধান্তে দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামকে আগামী ০১ সেপ্টেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের যাবতীয় কর্মকাণ্ডসহ তার দলীয় পদ স্থগিত করা হলো। তাছাড়া দলের সকল নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে জমি দখল ও সেমাই কারখানায় তালা ঝুলিয়ে চাঁদা দাবির বিষয়টি প্রকাশ্যে আসে।
বিডি প্রতিদিন/এমআই