দেশব্যাপী আলোচিত মাগুরার তৃতীয় শ্রেণীর ছাত্রী শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার বাদীসহ আরও তিনজনের সাক্ষ্য নিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
আজ সোমবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান মামলাটির সাক্ষ্যগ্রহণ করেন।
এ নিয়ে দুই দিনে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত। আগামীকাল মঙ্গলবার আরও কয়েকজনের সাক্ষ্যগ্রহণ করবেন বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশুটির মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত চার আসামির (শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ ও সজিবের বড় ভাই রাতুল শেখ) বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, সকালে মামলায় অভিযুক্ত সব আসামিকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক মামলার বাদী শিশুটির মা আয়েশা আক্তার ছাড়াও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এ নিয়ে দুই দিনে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার মামলার আরও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। এছাড়া, এ মামলায় লিগ্যাল এইডের পক্ষ থেকে আসামি পক্ষে অ্যাডভোকেট সোহেল আহম্মদকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ