পটুয়াখালীর কলাপাড়ায় জলাশয়ের পানিতে ডুবে ফাহিম নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে ঘটনা ঘটেছে। মৃত শিশু ওই গ্রামের শাহীন হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও স্বজনরা জানান, সে বাড়ির সামনে এলাকার শিশুদের সাথে খেলা করতে ছিল। এসময় তার স্বজনরা গৃহস্থালি কাজে ঘরের মধ্যে গেলে সে সবার অগোচরে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর জলাশয়ের পাশে গেলে তাকে ভাসমান দেখতে পায়। তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছে তার স্বজনরা।
বিডি প্রতিদিন/এএম