"দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই। লিগাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা লিগাল এইড কমিটির আয়োজনে বেলুন উড়িয়ে জাতীয় আইন দিবসের উদ্বোধন করে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০১৩ সাল থেকে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে ২৮ এপ্রিল থেকে আইনগত সহায়তা দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি পালনের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। যে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে সরকারের পক্ষে জাতীয় আইন সহায়তা ডেক্স রয়েছে। যেখানে সবার ন্যায্য বিচারের দাবি রাখার সুযোগ রয়েছে বলেন বক্তারা।
এসময় জেলা লিগ্যাল এইড কমিটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ খাগড়াছড়ির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক আজিজুল হক, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নোমান মইন উদ্দীন, খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আব্দুল মালেক মিন্টু, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম সহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, আইনজীবী সমিতির সদস্যসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম