কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হলেন মোহাম্মদ নেচারুল হক (৫২)। তিনি চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউপির মৃত আবুল হাশেমের পুত্র।
আজ সোমবার দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল ২৭ এপ্রিল সন্ধ্যায় চকরিয়া উপজেলার বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নেচারুল হককে গ্রেফতার কড়া হয়। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় এলজি পিস্তল, ২ রাউন্ড অ্যামোনেশন, একটি বাটন ফোন এবং নগদ ৫৬০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক নেচারুল হক অবৈধ অস্ত্র সরবরাহের জন্য চকরিয়া থেকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাচ্ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ