নেত্রকোনার জেলার দুই উপজেলায় পৃথকভাবে নয় ঘন্টার ব্যাবধানে বজ্রপাতে শিশুসহ দুজন নিহত হয়েছে। জেলার মদনে সোমবার সকালে সাতটার দিএেকক আরাফাত মিয়া (১০) নামের শিশু নিহত হয়। এর আগে গত রবিবার রাতে দশটার দিকে জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের খারনৈ ধুনন্দ মধ্যপাড়া গ্রামে দিদারুল হক নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে মদন উপজেলার তিয়শ্রী এলাকার আব্দুস সালামের ছেলে আরাফাত মিয়া মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। সে নিজ গ্রামের বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। নিহতের প্রতিবেশি সাংবাদিক মো. সাদেক খান জানান, আরাফাত বাড়ি থেকে বের হয়ে মাদ্রসার কাছে পৌঁছা মাত্রই বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে।
অপরদিকে কলমাকান্দা উপজেলায় গত রবিবার রাতে বাজার থেকে মাদ্রাসায় ফেরার পথে বজ্রপাতে নিহত হন মাদ্রাসা হাফসা রা:আনহু মহিলা মাদ্রাসা ও আন্নুর ইসলামী একােেডমির শিক্ষক ছিলেন। বৃষ্টি বজ্রপাতের সময় তিনি স্থানীয় একটি বাজার থেকে কর্মস্থলে ফিরছিলেন। পরে বৃষ্টি থামলে এলাকাবাসী ওই শিক্ষককে পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেন। পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম