জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে। দেশের মানুষ আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন আর হতে দেবে না। পতিত আওয়ামী লীগ সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে। এই হত্যার সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী, সাক্ষীসহ সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গতকাল বগুড়া শহীদ টিটু মিলনায়তনে শহর জামায়াতের সান্মাসিক রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। রুকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী প্রমুখ।
বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আবদুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আবদুল হক সরকার, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আবদুল হালিম বেগ, শহর সেক্রেটারি অধ্যাপক আ. স. ম আবদুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম, মো. আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার।