বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘গ্রামের নারীরা অত্যন্ত সরলসহজ। এই সুযোগ নিয়ে একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জান্নাতের টিকিট দেওয়ার নামে নারীদের বিভ্রান্ত করছে। গ্রামের নারীরা নেত্রী হিসেবে খালেদা জিয়া ও প্রতীক হিসেবে ধানের শীষ ভালোবাসেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।’ গতকাল দুপুরে নগরীর একটি হোটেলে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিভিন্ন অংশীজনের সমন্বয়ে ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনি অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বর্তমান ও সাবেক নারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।