বন ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করেছে বন অধিদপ্তর। বন ও বন্যপ্রাণী রক্ষায় নাগরিকদের অংশগ্রহণ জোরদার করতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এই উদ্যোগ গ্রহণ করেছে। নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে বন অধিদপ্তর।
গতকাল অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।