রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে গত ৯ আগস্ট থেকে টানা ৪০ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আবদুর রহিম বলেন, এখন পর্যন্ত সরকার দাবি বাস্তবায়নের কোনো কার্যকর পদেক্ষপ নেয়নি।
তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে দাবি দুটি মেনে না নিলে ২৮ সেপ্টেম্বর রবিবার আমরা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা রাজধানী ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।