গেল কয়েকদিনের দাবদাহের পর প্রকৃতিতে এসেছে কিছুটা স্বস্তি। কারণ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। রাজধানীও দুপুর নাগাদ শীতল হয় এক পশলা বর্ষণে।
আবহাওয়া অফিসের তথ্য, বৃষ্টির ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গরম অনেকটাই কমে আসবে। এমন বর্ষণ চলতে পারে আগামী আরও কয়েকদিন।
আবহাওয়া অধিদফতর অবশ্য এরইমধ্যে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে। যেখানে আগামী কয়েকদিন প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথাও বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, বুধবারের পর ধীরে ধীরে বৃষ্টি কমবে। তবে আগামী শুক্রবার পর্যন্ত দেশের অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি কমে গেলে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় রংপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৪১ মিলিমিটার। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিডি প্রতিদিন/আরাফাত