‘দ্বন্দ্বে কোনও আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনও চিন্তা নাই’-স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সাথে দিনব্যাপী লিগ্যাল এইড মেলারও আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শামীম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. খোরশেদ আলম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এসময় বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শামীম আজাদ বলেন, জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে অসহায় ও দরিদ্রদের আইনগত সহায়তা প্রদান করা হয়। এর ব্যয় বাজেটের একটি অংশ থেকে আসে এবং এখানে কোনও বিদেশী সংস্থার অর্থায়ন নেই।
পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশ এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ