চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইয়াছিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত ইয়াছিন মধ্যম শাকপুরা গ্রামের মো. আজগরের পুত্র। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনদের বরাত দিয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, বাড়ির পাশের একটি পুকুর সেচ দেওয়ার পর সেখানে মাছ ধরে ইয়াছিন। দুপুর দেড়টার দিকে সেখান থেকে পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায় সে। সে সাঁতারও জানতো। কিন্তু পানিতে ডুব দেওয়ার পর সে আর ওঠেনি।
পরে পানিতে খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই