বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থীরা এখন থেকে অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। এ লক্ষ্যে বাউবি ও সোনালী ব্যাংক পিএলসি'র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে সোনালী ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস এবং বাউবির পক্ষ থেকে ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত আলী খান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, বিভিন্ন স্কুলের ডিন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ।
সোনালী ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আখলিমা ইসলাম, উপ-মহাব্যবস্থাপক আমিনুর রহমান খান, সিনিয়র আইটি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউবির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আশরাফুল ইসলাম।
বিডি প্রতিদিন/মুসা