টুর্নামেন্টের শুরুর দিকে চরম বাজে ফর্মে থাকলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটি রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে ৫৪ রানে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখল এবং উঠে গেল পয়েন্ট তালিকার তিন নম্বরে।
প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই করে ৭ উইকেটে ২১৫ রান। হাফ সেঞ্চুরি করেন রায়ান রিকেলটন (৫৮) ও সূর্যকুমার যাদব (৫৪)। শেষ দিকে নামান ধির (২৫) ও করবিন বশ (২০) ছোট অথচ কার্যকর ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন। ২১ বলে ২৯ রান করে এবং পরে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন উইল জ্যাকস।
লক্ষ্য তাড়া করতে নেমে লখনউর শুরুটা ভালো না হলেও নিকোলাস পুরান ও মিচেল মার্শ কিছুটা হাল ধরেছিলেন। কিন্তু সপ্তম ওভারে উইল জ্যাকসের জোড়া আঘাতে ভেঙে পড়ে লখনউর মধ্যভাগ। এরপর আয়ুশ বাদোনি (৩৫) চেষ্টা করলেও মিচেল মার্শের (৩৪) আউটের পর ১৫তম ওভার থেকে লখনউর ব্যাটিংয়ে নামে ধস।
বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখান জসপ্রিত বুমরা ও ট্রেন্ট বোল্ট। বুমরা মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট, আর বোল্ট ২০ রানে শিকার করেন ৩টি উইকেট। ইনিংসের শেষ বলে লখনউ অলআউট হয় ১৬১ রানে।
এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুম্বাই উঠেছে টেবিলের তৃতীয় স্থানে। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে পাঁচটি হার নিয়ে লখনউ রয়েছে ছয়ে, তাদের পয়েন্ট ১০।
বিডি প্রতিদিন/মুসা