অ্যানফিল্ডে শিরোপা উৎসবের প্রস্তুতি ছিল জমজমাট। লিভারপুলের ফুটবলার ও সমর্থকরা উচ্ছ্বাসের মধ্যে ছিলেন, দলের শিরোপা উদযাপন করার জন্য।
তবে ম্যাচ শুরুতেই এক গোল খেয়ে কিছুটা হতাশা নেমে আসে গ্যালারিতে। কিন্তু খুব শিগগিরই নিজেদের ফিরে পেয়ে একের পর এক গোল করে টটেনহাম হটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দেয় অলরেডরা। এই জয়ের মাধ্যমে তারা নিশ্চিত করে নেয় ২০২৪-২৫ প্রিমিয়ার লিগ শিরোপা, যা ছিল তাদের রেকর্ড ২০তম শিরোপা।
লিভারপুলের এই জয়ে ৮২ পয়েন্টে পৌঁছানোর সঙ্গে আর্সেনালকে তারা পেছনে ফেলতে সক্ষম হয়, যারা ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট সংগ্রহ করে ছিল দ্বিতীয়। এর ফলে, লিভারপুল শিরোপা নিশ্চিত করে নেয় চারটি ম্যাচ হাতে রেখেই।
ম্যাচের ১২ মিনিটে ডমিনিক সোলাঙ্কের হেডে টটেনহাম প্রথম গোলটি করে এগিয়ে যায়। কিন্তু লিভারপুল সহজে দমে যায়নি। ১৬ মিনিটে লুইস দিয়াজ সমতা ফিরিয়ে আনে, এবং ২৪ মিনিটে অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার দলকে এগিয়ে দেন। বিরতির আগে ৩৪ মিনিটে কডি গাকপো আরও এক গোল করে লিভারপুলকে ৩-১ এগিয়ে রাখেন।
দ্বিতীয়ার্ধে, ৬৩ মিনিটে মোহাম্মদ সালাহ সোবোসলাইয়ের পাস ধরে গোল করেন। ২৮ গোল নিয়ে তিনি প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতার স্থান আরো সুসংহত করেন। মাত্র ছয় মিনিট পর, আলেক্সান্ডার আর্নল্ডের ক্রস আঘাত করে টটেনহামের ডিফেন্ডার উডোগির কাছে পৌঁছে, যা নিজেদের জালে বল জড়ানোর কারণ হয়।
লিভারপুলের কোচ আর্নে স্লট প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই শিরোপা জিততে সক্ষম হন। এর আগে হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি, ম্যানুয়েল পেল্লেগ্রিনি, এবং আন্তোনিও কোন্তে এই কীর্তি গড়েছিলেন। ফেনুর্দে শিরোপা জেতার পর ইংল্যান্ডে পা রেখে স্লট সাফল্য অর্জন করেন।
তিনি উচ্ছ্বাসিত হয়ে বলেছিলেন, 'কিছু জেতা সবসময় বিশেষ, আর তা আরও বিশেষ হয়ে ওঠে যখন আপনি প্রথম হন। সবচেয়ে বিশেষ লাগে এমন একটি ক্লাবে এই সাফল্য পেলে, যেখানে লিগ জয় করাটা প্রতি বছর সম্ভব হয় না।'
বিডি প্রতিদিন/মুসা