ফেনীতে ভেজাল বিরোধী অভিযানে দুই মসলা ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৮ এপ্রিল) বিকেলে শহরের বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।
জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মসলার বাজারে তদারকি শুরু করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এদিনের অভিযানে মেসার্স বসর এন্ড সন্স নামক প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন ছাড়া ভারতীয় পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না থাকা এবং মিথ্যা প্রচারণার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মেসার্স কমদ বাবু স্টোরকে অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রি ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, 'ঈদকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা যেন ভেজাল বা অতিরিক্ত দামের ফাঁদে ফেলে জনসাধারণকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সে লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।'
বিডি প্রতিদিন/মুসা