নির্মাণের ৯ মাসের মাথায় গত বছরের অক্টোবর মাসে বন্যায় ভেসে যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার খেয়াঘাটে তিস্তার শাখা নদীতে নির্মিত কাঠের সেতুটি। অপরিকল্পিতভাবে কংক্রিটের খুঁটির ওপর সেতুটি করায় ধসে পড়েছে বলে অভিযোগ রয়েছে। এরপর সাত মাস অতিবাহিত হলে আর মোরামত বা পুনর্নির্মাণ করা হয়নি। নদী পারাপারে ভোগান্তি থেকে মুক্তি মেলেনি চরের ২০ হাজার মানুষের। জানা যায়, সেতুটি ভেসে যাওয়ার পর তখনকার স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন চরবাসীর কষ্ট লাঘবে সেতুটি দ্রুত মেরামত বা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন। বাস্তবে তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপই নেননি। উপজেলার বেলকা ও হরিপুর ইউনিয়নের চরবাসীর দুর্ভোগ আর দূর হয়নি। আসছে বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে যাতায়াতে নৌকাই হবে তাদের একমাত্র ভরসা। বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, সেতুটি নির্মাণের জন্য বর্তমান প্রশাসনের কাছে জোর দাবি তুলে ধরা হয়েছে। এখন পর্যন্ত নির্মাণের কোনো উদ্যোগ বা প্রতিশ্রুতি দেয়নি প্রশাসন। আগামী দুই মাসের মধ্যে সেতু নির্মাণ করা না হলে দুই ইউনিয়নের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হবে। উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, বেলকা খেয়াঘাটের তিস্তার শাখা নদীর ওপর পুনরায় কাঠের সেতু নির্মাণের কোনো পরিকল্পনা এলজিইডির নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস বলেন, তিনি এখানে নতুন যোগদান করেছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। সেতুটি পুনর্নির্মাণের জোর দাবি জানান বেলকা চরের শিক্ষার্থী ছানা মিয়া। তিনি বলেন, সেতু হওয়ায় চরের লোকজন খুশি হয়েছিলেন। বিধিবাম, উদ্বোধন না হতেই তা ভেসে গেল তিস্তার স্রোতে। স্কুল শিক্ষক আবদুল জলিল বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান, তখনকার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের গাফিলতি আর অনিয়মের কারণে সেতুটির এই অবস্থা হয়েছে। ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, মাত্র ৯ মাসের মাথায় সরকারের ৩০ লাখ টাকা স্রোতে ভেসে গেল। চরের ২০ হাজার মানুষের এখন কী হবে? চরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ অর্থবছরে কংক্রিটের খুঁটির ওপর কাঠের সেতু নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়। কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছিল।
শিরোনাম
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- টানা তৃতীয়বার ফাইনালে ম্যানচেস্টার সিটি
- টটেনহামকে গুড়িয়ে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল
- প্রতিপক্ষের মাঠে টানা ছয় ম্যাচ জিতে শীর্ষে বেঙ্গালুরু
- শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
- ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
- ইয়েমেনে আটক ইসরায়েলি জাহাজে হামলা চালাল মার্কিন যুদ্ধবিমান
- দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আসিফ মাহমুদ
- শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না অ্যাডহক কমিটি
- ফ্যাসিস্ট সরকার আমাদের পরনির্ভরশীল করে রেখেছিল : শেখ বশিরউদ্দীন
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৪
- বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’
- পল্লবীর চিহ্নিত দুই সন্ত্রাসী অস্ত্র-গুলিসহ গ্রেফতার
- রাজধানীতে প্রাইভেট কারে এসে ছিনতাই, টেনেহিঁচড়ে নিয়ে গেল নারীকে
- ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- পরিবেশগত বিবেচনায় ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার
- টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর ‘শেষ চিঠি’ রেকর্ড দামে বিক্রি
- লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয়দের হামলার অভিযোগ
- ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব : পার্থ
গাইবান্ধা
নদী পারাপারে ভোগান্তি
► সাত মাসে হয়নি সেতু ► মোরামত কিংবা পুনর্নির্মাণ বর্ষায় নৌকাই ভরসা ২০ হাজার মানুষের
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর